খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

বটিয়াঘাটায় ৮ অনলাইন ক্যাসিনো জুয়াড়ী আটক, ৩ মাসের কারাদন্ড

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:০৫ এ.এম | ২০ মার্চ ২০২৫


বটিয়াঘাটায় যৌথ বাহিনীর অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়াড়ি আটক হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনীর অভিযানে তারা আটক হয়। 
যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক আসামিদের ৩ মাস করে কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। আসামিরা হলেন, সাকিব শেখ (২৩), সাকিব শেখ (২৫), অমিত হাসান (২৫), এ ডি রফিকুল ইসলাম (২৫), আলামিন (৩৮), রিয়াজ সরদার (২৪), রাব্বি শেখ (২৩) ও রাজু শেখ (৩০)। বুধবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 
এদিকে এলাকাবাসী জানায় ধরা পড়েছে চুনো পুঁটি, কিন্তু এদের গডফাদার হিসেবে পরিচিত ফুলবাড়ী ও বালিয়াডাঙ্গার ৩/৪ জন মাষ্টার মাইন্ড। যারা রয়েছে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে, যাদের ৩ বছর আগেও পকেট খরচের পয়সা থাকতো না এখন তারা শহরে ও গ্রামের বিভিন্ন জায়গায় বিলাশ বহুল গাড়ি, বাড়ির মালিক বনে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক সাধারণ মানুষ বলেন এলাকায় এই ক্যাসিনো এসে গ্রামে চুরি ছিনতাই বেড়েছে। এ সমস্ত উঠতি বয়সী ছেলেরা এই মোবাইল জুয়ায় আসক্ত হয়ে সর্বশান্ত হচ্ছে। অন্যদিকে গডফাদাররা প্রতিনিয়ত আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে কোটিপতি বনে যাচ্ছে। অনতি বিলম্বে গডফাদারদের ধরে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে এলাকা থেকে মোবাইল জুয়া (ক্যাসিনো) নির্মূল করার জোর দাবি উঠেছে।
 

্রিন্ট

আরও সংবদ