খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

আইনজীবী ফোরাম খুলনার ইফতার মাহফিলে এড. মনা

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ২০ মার্চ ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, দেশের মানুষ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো ভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। দেশের মানুষ স্বপ্ন দেখেছিল, রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি কমবে কিন্তু হয়েছে তার উল্টো দেশে ঘুষ দুর্নীতি কমেনি বরং বেড়েছে। দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে।
বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে, দেশের মানুষের জীবন মান রক্ষার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। 
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, পতিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসররা যে জুলুম-দুঃশাসন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকারের জন্য বিএনপি  লড়াই করে আসছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনার সভাপতি এড. মাসুদ হোসেন রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষারের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এড. মোমরেজুল ইসলাম, এড. বজলার রহমান, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এড. আব্দুল মালেক, এড. শেখ আব্দুল আজিজ, এড. মোহাম্মাদ ইউনুস, এড. নুরুল হাসান রুবা, সাবেক সংসদ সদস্য শেখ মজিবর রহমান, স ম বাবর আলী, এড. আ ফ ম মহসীন, এড. আক্তার জাহান রুকু, জামায়াতের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. লস্কর  শাহ আলম, জামায়াতের খুলনা বারের সভাপতি এড. আওসাফুর রহমান, এড. লিটন, এড. আবুল খায়ের, বিএনপি নেতা বেগম রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন প্রমুখ। দোয়া পরিচালনা করেন বার মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আলম।

্রিন্ট

আরও সংবদ