খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র ইফতার দোয়া ও মাহফিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২০ মার্চ ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে হাজার হাজার রোজাদার একসাথে ইফতার করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। বৃহস্পতিবার কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বরণকালের সবথেকে বড় এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখা। 
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সদস্য আনোয়ারুল ইসলাম রবি, প্রভাষক আব্দুল মাজেদ, পৌর বিএনপি নেতা মুন্সি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, সোহরাব হোসেন রাজু, বাবুল আক্তার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক এশফাকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবু তাহের হিরু, যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার পৌর ও ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন। 
 

্রিন্ট

আরও সংবদ