খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

জানাজা শেষে স্বামীর কবরের পাশে দাফন

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর হোসনেয়ারার ইন্তেকাল

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ২১ মার্চ ২০২৫


উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার সাবেক পরিচালক, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মরহুম মোঃ মোয়াজ্জেম হোসেনের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর হোসনেয়ারা বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)।
তিনি বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।  
মরহুমার প্রথম জানাজা বৃহস্পতিবার সকালে ঢাকা সিএমএইচ হাসপাতাল মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা মরহুমার এক সময়ের কর্মস্থল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার মাঠ প্রাঙ্গনে বাদ আছর অনুষ্ঠিত হয়। জানাজায় এইচএসটিটিআই’ অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শেখ মোহতাশামুল হোক, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক কবির আলম খান, ফুলবাড়ীগেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, সোনালী জুটমিল হাই স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন, কুয়েটের কর্মকর্তা শহিদুল­াহ আযম খান টিক্কা, যোগিপোল ইউনিয়নের ২নং ওয়াড মেম্বর জিএম এনামুল কবির, সিটি কর্পোরেশনের কর্মকর্তা জিহাদুল কবির জিহাদ, ইমরান হাসান জিতু, ফরহাদ, আমাদের তেলিগাতী গ্র“পের প্রতিষ্ঠাতা সুজন পরশসহ বিএল কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, এইচএসটিটিআই এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, গভঃ ল্যাবরেট হাই স্কুলের অ্যালামনাই এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
পরে তাকে মহেশ^রপাশা খানাবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে শায়িত করা হয়। এর আগে ঢাকা থেকে মরদেহ বহনকারী সেনাবাহিনীর লাশবাহী ফ্রিজের পিকআপ ভ্যানটি বিকেল সোয়া ৪টায় তার খানাবাড়ীস্থ বাসভবনে আনা হয়।
মরহুম হোসনেয়ারা বেগম কর্মজীবনে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা সরকারি বিএল কলেজে দীর্ঘদিন শিক্ষকতা এবং যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সিএমএইচ’র দায়িত্বরত মেজর মোস্তাক হোসেনের মা।

্রিন্ট

আরও সংবদ