খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ইসরায়েল ও ভারতের সাথে অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে : ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ২১ মার্চ ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল­াহ ইমরান বলেছেন, ইহুদীবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্বসন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। তাদের সাথে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। 
বৃহস্পতিবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ হারুন অর রশিদের পরিচালনায় গাজায় ইসরাইলী  বাহিনীর নজীর বিহীন হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরো বক্তৃতা করেন মাওলানা আব্দুস সাত্তার হালদার, মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, নাজিম মাস্টার, শহিদুল ইসলাম বিশ্বাস, মোঃ আখতারুজ্জামান আক্তার, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুস সালাম, হাফেজী আমিন হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মিজানুর রহমান, ইদ্রিস আলী শেখ, মুফতি নাজমুস সাকিব, হাফেজ আব্দুল হালিম, রমজান আলী মলি­ক লিটন, মোহাঃ  ইকরামুল হক, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মাসুদুর রহমান রফিক, মোঃ আল আমিন, আরজান আলী মেম্বার, মোহাম্মদ সেলিম সরদার, মাওলানা মোঃ তৌহিদুল ইসলাম মামুন, মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল হাফিজ শেখ, নজরুল ইসলাম, মাওলানা মোঃ আবু সালেহ, হাফেজ মাওলানা আব্দুল কাদের, যুব নেতা মাসুদ রানা বিশ্বাস, হাফেজ মোঃ নাজমুস সাকিব, ছাত্রনেতা ফরহাদ মোল্লা , হাফেজ নাসরুল্লাহ, মোহাঃ রাতুল, ফয়জুল্লাহ প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ