খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

মোংলায় নৌপথে কোস্ট গার্ডের অভিযান

দশটি জাহাজে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

মোংলা প্রতিনিধি |
০১:৩৪ এ.এম | ২১ মার্চ ২০২৫


পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড মোংলা বন্দরের বহিঃ নোঙর এবং অভ্যন্তরীণ নৌপথে নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ বাহিনী, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং নৌ-পুলিশের সমন্বয় বন্দরের হিরণ পয়েন্ট, হারবারিয়া, মোংলা, আংটিহারা, রূপসা ও নোয়াপাড়া এলাকা সংলগ্ন নৌ-রুটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 
মোবাইল কোর্ট চলাকালীন মোট ৭১টি জাহাজের সকল কাগজ পত্র যাচাই-বাছাই করা হয়। এ থেকে ১০টি জাহাজকে ২ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ফয়সাল জেলেটিং ফ্যাক্টরিতে এক লক্ষ টাকাসহ সর্বমোট ৩ লাখ ৩৫ হাজার জরিমানা করা হয়েছে। তবে ৬১টি জাহাজের কাগজপত্র সঠিক থাকায় ছেড়ে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ। তিনি বলেন, জাহাজে পরিহনকৃত ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্য দ্রব্যাদি বহনকারী কার্গো জাহাজ ও লাইটার সমূহ যাতে ভাসমান গুদামে পরিণত না হয় সেই লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। পাশাপাশি এ সকল কার্গো জাহাজ, ট্যাংকার ও নৌযানে বিভিন্ন নথিপত্র, আইএমও নম্বর, অগ্নি নির্বাপনী আইটেম এবং লাইফ সেভিংস ইকুইপমেন্ট সমূহের সঠিক আছে কিনা তা যাচাই করা হয়। 
এছাড়াও, বাণিজ্যিক জাহাজে যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি নৌ-দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে কার্গো ও পর্যটকবাহী জাহাজ সমূহের নিরাপত্তা নিশ্চিত করছেন তারা।
কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বৃহস্পতিবার দুপুরে জানান, মোংলা বন্দর ও উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। জলদস্যুতা প্রতিরোধ, চোরাচালান দমন এবং নৌপথের সুরক্ষা নিশ্চিতকরণে ২৪ ঘন্টা টহল, যৌথ ও বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী সদস্যরা। তিনি বলেন, সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম আগেও ছিল এবং এখনও অব্যাহত রয়েছে। 

্রিন্ট

আরও সংবদ