খুলনা | বুধবার | ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

ইফতার মাহফিল পূর্ব আলোচনায় রেঞ্জ ডিআইজি

প্রজাতন্ত্রের কর্মী হিসেবে সঠিক ভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করাও ইবাদত

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৮ এ.এম | ২১ মার্চ ২০২৫


খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক বলেছেন, প্রজাতন্ত্রের চাকুরিতে স্বদেশ প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রাখা যায়। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি; তাহলে প্রজাতন্ত্রের কর্মী হিসেবে রাষ্ট্রের দায়িত্ব যথাযথভাবে পালন করাও ইবাদতের অংশ। তাই সব সময়েই আমি আমার রেঞ্জ পরিবারকে সেই শিক্ষায় পরিচালিত করি।
গতকাল বৃহস্পতিবার ডিআইজি বাংলোয় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন তিনি। বক্তৃতার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে ও ২৪’র গণঅভ্যুত্থানের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মোংলা বন্দর ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খুলনা বিভাগীয় কমিশনার, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনীতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উন্নয়ন কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, ২৪’র গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য, খুলনা বিভাগীয় ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব বিশেষ দোয়া মাহফিলে বাংলাদেশের সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।

্রিন্ট

আরও সংবদ