খুলনা | বুধবার | ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

নড়াইলে সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সম্পাদক কারাগারে

নড়াইল প্রতিনিধি |
০১:৩৯ এ.এম | ২১ মার্চ ২০২৫


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নড়াইলে দায়ের করা পৃথক দু’টি মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৃথক দুইটি মামলায় আসামি আঞ্জুমান আরা ও খোকন সাহা নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক শারমিন নিহার শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা গেছে, পৃথক দুইটি মামলায় ২৭ জানুয়ারি সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা মহামান্য হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট দরখাস্তকারী আসামিদের ৮ সপ্তাহের আগাম জামিন দিয়ে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ প্রদান করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তারা জামিন প্রার্থনা করলে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এর আগে গত ৪ আগষ্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত পৃথক দুইটি মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।
এ বিষয়ে নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. এস এম আব্দুল হক জানান, ‘পৃথক দুইটি মামলায় আসামি আঞ্জুমান আরা ও খোকন সাহা নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।’

্রিন্ট

আরও সংবদ