খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

নগর বিএনপি’র মতবিনিময় সভায় এড. মনা

সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে, ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৭ এ.এম | ২১ মার্চ ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, সংস্কার নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো, স্বাবলম্বী অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ষড়যন্ত্র। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হয়নি। স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন মিলনায়তনে খুলনা মহানগর বিএনপি’র মতবিনিময় সভায় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনা বলেন, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি নির্বাচন করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই স্বস্তির নিঃশ্বাসের ভিতরে আওয়ামী স্বৈরাচারের দোসররা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যড়যন্ত্র করে বেড়াচ্ছে। অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা  করছে তারা। সকল ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সর্তক থাকতে হবে।
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সৈয়দা রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল­া ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মহিলা দলের আজিজা খানম এলিজা, যুবদলের আব্দুল আজিজ সুমান, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহমেদ ইস্তি, শ্রমিক দলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, কৃষক দলের আক্তারুজ্জামান সজীব তালুকদার ও ছাত্রদলের তাজিম বিশ^াস প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কর্মসূচি গ্রহণ করেছে মহানগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, সকাল ৬টায় গল­ামারি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহŸান জানানো হয়।
সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া আদায় করা হয়। সভা থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের দলীয় শৃঙ্খলা পরিপন্থি কোন কর্মকান্ডে না জড়ানোর জন্য সর্বোচ্চ সর্তক করা হয়। এরপরে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিভিন্ন ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

্রিন্ট

আরও সংবদ