খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

সভ্য দুনিয়ায় সাংবাদিকদের বলা হয় ব্যারোমিটার : মিয়া গোলাম পরওয়ার

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৪৭ এ.এম | ২১ মার্চ ২০২৫


জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সমাজের দুই ধরনের স্টেক হোল্ডার ফোর ডাইমেনশনাল ভিশনে সমাজকে দেখে। এর একটি অংশ সাংবাদিকরা দেখেন এবং আরেকটি অংশ দেখেন রাজনীতিবিদরা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সাংবাদিকরাই স্টেক হোল্ডার। এজন্য সভ্য দুনিয়ায় সাংবাদিকদের বলা হয় ব্যারোমিটার।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত ইসালামীর ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জামায়াতের উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উপজেলা আমীর মাওঃ মুখতার হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি গোলাম পরওয়ার আরো বলেন, ‘বিগত সময় ডুমুরিয়ার মানুষ ৪ দলীয় জোট সরকারের প্রতি যে ভালোবাসা-মহব্বত দেখিয়েছেন সেজন্য আমি চিরকৃতজ্ঞ। গত পতিত সরকারের সময় সাড়ে ৭ বছর কারাগারে ছিলাম। ফাঁকে ফাঁকে বের হয়েছি কিন্তু সূর্যের আলো দেখিনি। পলাতক জীবন-যাপন করতে হয়েছে। সেজন্য ডুমুরিয়ার মানুষকে দেখার ইচ্ছা থাকলেও দেখার সুযোগ পাইনি। আমি কারাগারে রয়েছি তার মধ্যেও ডুমুরিয়ায় আমার নামে মামলা হচ্ছে। আমি নাকি বোমা তৈরি করছি। ৫ আগস্টের পর যদি দেশের প্রেক্ষাপট পাল্টে না যেত তাহলে সাংবাদিকদের সাথে ইফতার মাহফিল করার সৌভাগ্যও আমার হতো না।’ প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, তাকওয়ার জন্য আসা রমজানের রোজা রাখার মধ্য দিয়ে আমাদের আরও বেশী আত্মসংযমী হতে হবে। গোনাহ মাপের এই মাসে আমাদের বেশী বেশী ক্ষমা চাওয়া ও সর্বদা তাকওয়া অর্জনের চেষ্টা করতে হবে। দিনে সিয়াম পালন ও রাতে কিয়ামের মাধ্যমে আল­াহর নৈকট্য লাভ করতে হবে। 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, শেখ মোসলেম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জামায়াত নেতা গাজী মোঃ সাইফুল­াহ, মাওঃ হাবিবুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক এম রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জি, জিএম আব্দুস সালাম, মাহাবুর রহমান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ