খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

রামপালে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের ইফতার মাহফিল

রামপাল প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ২১ মার্চ ২০২৫


রামপালে ১৬ বছর পরে প্রকাশ্যে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিবিদদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে জামায়াতে ইসলামি। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মলি­ক আঃ হাই। উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অথিতি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য এড. মাওলানা শেখ আঃ ওয়াদুদ, অধ্যক্ষ মাওলানা শরীফ আঃ কাদির, অধ্যক্ষ মাওলান শেখ অলিউর রহমান, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, মাওলানা নুরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মজনুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের আমীর মোঃ জুলফিকার আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির বাগেরহাট জেলা নেতা মোঃ আল আমিন শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম-আহবায়ক খালিদ হাসান নোমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, কোন অশুভ শক্তি যেন আবার ফ্যাসিবাদ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করতে হবে। কেউ যেন কোন অপকর্মের সুযোগ করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি কামনা ও মজলুম ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হয়। ইফতার মাহফিলে সাংবাদিক, প্রশাসনের কর্তা ব্যক্তি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

্রিন্ট

আরও সংবদ