খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

সুন্দরবনের মধ্যে অবস্থান করে আন্তর্জাতিক বন দিবস পালন

মোংলা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ২১ মার্চ ২০২৫


সুন্দরবনের মধ্যে অবস্থান নিয়ে মোংলায় আন্তর্জাতিক বন দিবস পালন করা হয়েছে। ম্যানগ্রোভ বন সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন ও হরিণ শিকারসহ সকল বন্যপ্রাণি হত্যা বন্ধ এবং বনবিনাশী প্রকল্প বাতিলের দাবিতে শুক্রবার সকালে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা, পশুর রিভার ওয়াটারকিপার ও সার্ভিস বাংলাদেশ’র এ অবস্থান কর্মসূচি আয়োজনে করে।
অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। বক্তব্য রাখেন, সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ধরা’র নেত্রী কমলা সরকার, ছবি হাজরা, হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার নাজমুল হোসেন, ডলার মোল­া, মেহেদী হাসান, পরিবেশকর্মী মারুফ হাওলাদার সহ আরো অনেকে। 
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে কিন্তু সুন্দরবনকে রক্ষার কেউ নেই। শুস্ক মৌসুম এলেই বন সংলগ্ন এলাকায় কিছু অসাধু মাছ ব্যবসায়ী হীনস্বার্থ চরিতার্থ করার জন্য সুন্দরবনে আগুন লাগিয়ে থাকে। দখল এবং দূষরেণ সুন্দরবন আজ ভারাক্রান্ত। কয়লা, বিষ ও প্লাস্টিক দূষণে সুন্দরবনে জীববৈচিত্র ধক্ষংস হচ্ছে। আন্তর্জাতিক বন দিবসে সুন্দরবন রক্ষায় আমাদের শপথগ্রহণ করা এখনই জরুরি। বনবিনাশী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করার পাশাপাশি সুন্দরবনের বাপারজোন এলাকায় বেপরোয়া শিল্পায়ন রুখতে না পারলে সুন্দরবন রক্ষা করা কষ্টসাধ্য হয়ে পড়বে। তাই এ দিবসের মাধ্যমে সুন্দরবন সুরক্ষার দাবি জানাই।

 

্রিন্ট

আরও সংবদ