খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ, দেড় লাখ টাকার ক্ষতি

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২১ মার্চ ২০২৫


ডুমুরিয়ায় একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ মেরে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারমাদারতলার নিমাই সানা বিগত ২৫ বছর ধরে ৬ বিঘা জমিতে মৎস্য ঘের করে আসছেন। তিনি শুক্রবার সকালে ঘেরে গিয়ে দেখেন রুই কাতলা ও গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসছে। নিমাই সানার ছেলে বিজন সানা জানান, দুষ্কৃতকারীরা বিষ প্রয়োগ করে ঘেরের সব মাছ মেরে ফেলেছে। এতে আমাদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সম্ভবত আমাদের ঘের থেকে উৎখাত করার জন্য এবং অন্য কাউকে এই জমি দখল করার সুযোগ করে দেওয়ার জন্য এই ঘৃণ্য কাজ করা হয়েছে। এ ঘটনায় এলাকার মৎস্য চাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা তাদের ঘেরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসনসহ মৎস্য বিভাগ দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।

 

্রিন্ট

আরও সংবদ