খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

কালিগঞ্জে মাদক সম্রাট মনির দম্পতি গ্রেফতার ৬ কেজি গাঁজা ও ৬৯ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা |
১২:৩৯ এ.এম | ২৩ মার্চ ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জের মাদক সম্রাট মনির ও তার স্ত্রীকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে সেনাবাহিনী। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক জাহাঙ্গীর আলম (৪৬) ওরফে গাজা মনির ওই গ্রামের মৃত জহুর আলীর ছেলে। অপর জন মনিরের স্ত্রী জহুরা বেগম (৩৫)।
সূত্র জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে আর্মি ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোঃ নাহিদুল হকের নেতৃত্বে সেনা সদস্যরা গাজা মনির বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তার বাড়ির খড়ের গাদার ভিতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে নগদ ৬৮ হাজার ৮০০ টাকা, ১টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান এ বিষয়ে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ