খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

রমজানের শেষ দশকে অঢেল নেকী অর্জনের টিপস

প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী |
০২:০৪ এ.এম | ২৩ মার্চ ২০২৫


চলছে রমজানের শেষ দশক। এই দশকেই রয়েছে শবে কদরের রাত যা হাজার মাস থেকেও উত্তম। ১ হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। সেই হিসাবে এই শবে কদরের এক রাত আমল করলে এক হাজার মাস বা ৮৩ বছর ৪ মাসেরও বেশী ইবাদত করার ছওয়াব পাওয়া যাবে। কারণ, এই রাতের ফজিলত সম্পর্কে মহান আল­াহ তায়ালা বলেন, কদরের রাত্রি হাজার মাস অপেক্ষাও উত্তম (সূরা কদর)। নিম্নে কিছু কৌশল বা টিপস দেয়া হলো যার মাধ্যমে আমরা রমজানের শেষ দশকে সীমাহীন ছওয়াব হাসিল করতে পারবো।
হাজার মাস নামাজের ছওয়াব: রমজানের শেষ দশকের প্রতি রাতে যদি আমরা, উদাহরণস্বরূপ, ২ রাকাত করে শবে কদরের তালাশে নফল নামাজ পড়ি তাহলে আমরা একটানা ন্যূনতম ৮৩ বছর ৪ মাস প্রতিদিন ২ রাকাত করে নফল নামাজ পড়লে যে ছওয়াব পাওয়া যেতো সেই সম পরিমাণ ছওয়াব কামায় করতে পারবো। কারণ যে কোন এক দিনের নামাজ শবে কদরের রাতের মধ্যেই থাকবে। 
হাজার মাস দানের ছওয়াব: রমজানের শেষ দশকের প্রতি রাতে যদি আমরা, উদাহরণস্বরূপ, ১০ টাকা করে দান করি তাহলে আমরা ন্যূনতম ৮৩ বছর ৪ মাস একটানা প্রতিদিন ১০ টাকা করে দান করার ছওয়াব পাবো। কারণ এই দানের একটি দিন অবশ্যই শবে কদরে পড়বে।
হাজার মাস কুরআন খতমের ছওয়াব:  হাদিসে এসেছে, সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য (বুখারি)। অর্থাৎ এই সূূরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী অর্জিত হয়। তাহলে আমরা যদি ৩ বার সূরা এখলাস পড়ি তাহলে এক খতম কুরআনের ছওয়াব মিলবে। রমজানের শেষ দশকের প্রতি রাতে যদি আমরা ৩ বার সূরা এখলাস পড়ি, তাহলে আমরা ইনশাআল­াহ  ৮৩ বছর ৪ মাসেরও বেশী একটানা প্রতিদিন কুরআন খতমের ছওয়াব পাবো। কারণ শেষ দশকের যেকোন একদিন শবে কদর অবশ্যই হবে। এই আমলটি আমরা সহজেই করতে পারি। প্রতি রাতে ৩ বার সূরা এখলাস পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। 
হাজার মাস পূর্ণরাতের ইবাদতের নেকী: হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত (নফল) নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে (তিরমিজি)। তাহলে রমজানের শেষ দশকে আমরা ইশা ও ফজরের নামাজ জামাতে পড়লে একটানা ৮৩ বছর ৪ মাস রাত জেগে ইবাদতের ছওয়াব পাবো। কারণ রমজানের শেষ দশকের যে কোন একটি দিন শবে কদরে পড়বে। এছাড়া হাদিসে এসেছে যে ব্যক্তি রমজানের প্রতিদিন এশার নামাজ জামাতে পড়বে সে শবে কদরের ছওয়াব থেকে বঞ্চিত হবে না। এভাবেই রমজানের শেষ দশকে যে কোন আমলের নেকী বহুগুণে বাড়ানো সম্ভব, যদি নিয়তকে পরিশুদ্ধ ও প্রশস্ত করা যায়। 
লেখক: অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার সিডনি থেকে।

্রিন্ট