খুলনা | বুধবার | ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

আ’লীগ নেতা নুরুল হকের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের মামলা আদালতে হাজিরা কাল

নিজস্ব প্রতিবেদক |
০২:১০ এ.এম | ২৩ মার্চ ২০২৫


নগরীর ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক ওরফে একেএম নুরুল হক বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে ৬ লাখ ২৪ হাজার টাকা বকেয়া বিলের অপরাধে আদালতে মামলা দায়ের হয়েছে। 
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো লিঃ)-এর সহকারী পরিচালক রেজভী আহমেদ রিংকু বাদী হয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম-জেলা ও দায়রা জজ) বিদ্যুৎ আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি নুরুল হকের বিরুদ্ধে সমন জারি করেছে। আগামীকাল সোমবার (২৪ মার্চ) আসামি নুরুল হক আদালতে হাজির হবেন। নুরুল হক নগরীর ৬, কেডিএ এভিনিউ বাই লেন টাইগার গার্ডেন হোটেলের পিছনের বাসিন্দা মৃত আব্দুস সোবহানের ছেলে।          
মামলা সূত্রে জানা যায়, আসামি এ কে এম নুরুল হক (ব্যবহারকারী) হিসাব নং ১০৪১৭৬৬৮৬ ওজোপাডিকো’র বাণিজ্যিক বিদ্যুৎ গ্রাহক। মিটারটি নষ্ট হওয়ার জন্য সর্বশেষ বিল করতঃ আসামির সংযোগটি বিচ্ছিন্ন রাখা হয়। কিন্তু আসামি যদাযথ কর্তৃপক্ষের অনুমোদন না দিয়ে নিজ ব্যবস্থাপনায় বিচ্ছিন্নকৃত মিটারে পুনঃসংযোগ স্থাপনের মাধ্যমে নিজস্ব স্থাপনায় আবাসিক ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল। যা আদালতের বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬ মার্চ মিটার চেকিং, বিদ্যুৎ বিল খেলালী গ্রাহক ও অবৈধ বিদ্যুৎ সংযোগ পরিদর্শন টিম হাতে নাতে ধরা পড়ায় উক্ত সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। লোড সার্চ করে দেখা যায় তাহার মাসিক অবৈধভাবে ব্যবহৃত ইউনিটের পরিমাণ আবাসিক ৫৭৬.৪৫ ইউনিট ও বাণিজ্যিক ৮৭৭.৫ ইউনিট। আসামির অবৈধ ব্যবহৃত বিদ্যুতের মোট পাওনা বিল টাকা ৬ লাখ ২৪ হাজার টাকা, যা আদায়যোগ্য। এঘটনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো লি) এর সহকারী পরিচালক রেজভী আহমেদ রিংকু বাদী হয়ে  বিদ্যুৎ আদালতে মামলাটি দায়ের করেন (নং-সিআর ৮৯/২৫)।  

্রিন্ট

আরও সংবদ