খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

২১নং ওয়ার্ড বিএনপি’র ইফতার পূর্ব আলোচনায় এড. মনা

তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৩ এ.এম | ২৩ মার্চ ২০২৫


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে দেশের মানুষ বিশ্বাস করে আস্থা রেখেছে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য। তাই দ্রুত সময়ের ভেতরে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সকল রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করবে। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে পতিত হাসিনার দোসররা ষড়যন্ত্র শুরু করেছে। গত ১৬ বছর পর আমরা প্রথম বারের মতো উন্মুক্ত ভাবে কোনো খোলা জায়গায় বসে ইফতারির আয়োজন করতে পারছি। ওই সময়ে  আমরা উন্মুক্ত ভাবে কোনো জায়গায় বসে একত্র হয়ে সভা মিটিং এমনকি দোয়ার অনুষ্ঠানও করতে পারিনি। স্বৈরাচার সরকার আমাদেরকে করতেও দেয়নি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ রয়েছে। বিএনপি একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চায়।
গতকাল শনিবার ইউনাইটেড ক্লাব মিলনায়তনে নগরীর ২১নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর বিএনপি’র সভাপতি কেএম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোল­া ফরিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর শ্রমিকদলের আহবায়ক মোঃ মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, মিজানুর রহমান মিলটন, কেএম এ জলিল, নুরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম, আলতাফ খান, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, মোঃ মাসুদ, মনির খান, হাসান আলী, রুবেল জমাদ্দার, নজরুল ইসলাম, রুহুল আমিন, সাইদুল ইসলাম, মোঃ ফারুক, নুরুল আলম বাদল, শরীফ আতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, আজিজুল মৃধা, নুরুল আমিন, শাহ আলম, শাহাদাৎ হোসেন, জালাল উদ্দিন, আব্দুল মান্নান, মোঃ দুলাল, আবির হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ