খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

বিকেএসপিতে খেলতে নেমে হঠাৎ অসুস্থ তামিম, নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৪ পি.এম | ২৪ মার্চ ২০২৫


বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকিএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, প্রাথমিক চিকিৎসার পর অবস্থার উন্নতি না হলে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তামিমকে। পরে তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে (বর্তমান নাম কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজ) নেওয়া হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরে নেতৃত্ব দিচ্ছেন মোহামেডানকে। যথারীতি ২৪ মার্চের ম্যাচেও তিনিই ছিলেন অধিনায়ক। তবে শাইনপুকুরের ইনিংস চলাকালে তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। দ্রুত তাকে সেবাশুশ্রূষা দিতে এগিয়ে আসে মেডিকেল টিম। বুকে ব্যথার কথা জানালে তৎক্ষণাৎ হেলিকপ্টার উড়িয়ে আনা হয় মাঠে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে তামিমকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছড়া বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘তামিম ইকবাল স্ট্রোক করেছেন। তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

হেলিকপ্টারে করে তামিমকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চলছে। তবে বর্তমান শারীরিক অবস্থায় তামিমকে স্থানান্তর করাটাও বেশ কঠিন বলে মনে করছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালেও বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে।  

এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

্রিন্ট

আরও সংবদ