খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

মোংলা বন্দর জেটিতে একই সাথে নঙ্গর করলো ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ

মোংলা প্রতিনিধি |
০২:২৮ এ.এম | ২৫ মার্চ ২০২৫


মোংলা বন্দর জেটিতে একই সাথে ভিড়েছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। সোমবার দুপুরের পর এ জাহাজ বন্দর জেটির বিভিন্ন স্থানে নঙ্গর করে। মোংলা বন্দর কতৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 
তিনি জানান পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪০৮৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫ নং জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫০০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে বন্দরের ৬ নং জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১৯৭০.৪১০ মেট্রিক টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নং জেটিতে এসে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২,৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।
মোংলা বন্দর জেটিতে সোমবার একদিনে ৪ টি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ মোংলা বন্দরের পোর্ট গ্রাইন্ডের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪টি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাসের জন্য অবস্থান করছে। এ সকল জাহাজে-বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।  
বন্দরের উপ-সচিব আরো জানান, মোংলা বন্দরের বহিঃনঙ্গরে বঙ্গোপসাগর মোহনা আউটার বার ড্রেজিং সম্পন্ন হয়েছে। বর্তমানে ইনার বার ড্রেজিং চলমান। ফলে চ্যানেলের গভীরতা বৃদ্ধি হওয়ার ফলে বিদেশ থেকে এখন সরাসরী বন্দর জেটিতে এসে ভিড়তে পারছে বাণিজ্যিক জাহাজগুলো। আজ এক সাথে পণ্য বোঝাই ৪টি বন্দর জেটিতে নঙ্গর করা এটা বন্দর চ্যানেল ড্রেজিংয়ের এটি সুফল বলে জনান তিনি।
 

্রিন্ট

আরও সংবদ