খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

মশক নিয়ন্ত্রণ ও ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:২৯ এ.এম | ২৫ মার্চ ২০২৫


মহানগরীর ২২ ও ২৯নং ওয়ার্ড এলাকার মশক নিয়ন্ত্রণ ও ড্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার । উল্লেখ্য, মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে সোমবার থেকে নগরজুড়ে একযোগে ক্রাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে। 
সোমবার দুপুরে পরিদর্শনকালে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ও মোঃ অহিদুজ্জামান খান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ ও শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন-খুলনার সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম জহির, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, নাগরিক নেতা মিজানুর রহমান বাবুসহ বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
আজ মঙ্গলবার কেসিসি প্রশাসক নগরীর সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকা এবং ২৭ মার্চ বৃহস্পতিবার দৌলতপুর ও খান জাহান আলী থানা এলাকার ওয়ার্ড সমূহে চলমান ক্রাশ প্রোগ্রাম কর্মসূচি সরেজমিন পরিদর্শন করবেন। 

্রিন্ট

আরও সংবদ