খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১১ বৈশাখ ১৪৩২

অগ্নিকান্ডের ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করতে হবে : গোলাম পরওয়ার

খবর বিজ্ঞপ্তি |
০২:৩০ এ.এম | ২৫ মার্চ ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, মহামারি, অগ্নিকান্ডের মতো ভয়াবহ গজব সমূহ আমাদের ওপর চেপে বসেছে। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের মাঝে মধ্যে বিপদ ও দুর্যোগে ফেলেন, আবার তিনিই আমাদের বিপদ থেকে উদ্ধার করেন। বাংলাদেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর এই গণমুখী প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 
তিনি খুলনা নগরীতে প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তি রোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহŸান জানান। নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা করাকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড. শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন ও শেখ মোঃ অলিউল্লাহ, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সেক্রেটারি মোঃ আব্দুস সালাম, ২৩নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা সাব্বির তরফদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, ১৯ মাচ বুধবার ভোরে নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে মার্কেটের ৪৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া এসব দোকানে কসমেটিকস, জামা-কাপড়, জুতা ও ব্যাগসহ ঈদ উপলক্ষে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসে ছিলেন দোকানীরা। ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে এক বছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। ভয়াবহ এ অগ্নিকান্ডে ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাওয়ায় অনেককে আর্তনাদ করতে দেখা গেছে।

্রিন্ট

আরও সংবদ