খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

তালার তেঁতুলিয়া বিএনপি’র ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

তালা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ২৫ মার্চ ২০২৫


তালায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দেওনীপাড়া সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
তেতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মৃণাল কান্তি রায়, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা ও সরদার মহাব্বত আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, স.ম ইয়াছিন উল­াহ, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাঈদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু, কৃষকদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, আব্দুল মান্নান মিঠু, সাবেক ছাত্রনেতা খাঁন নাজমুল হুসাইন প্রমুখ। ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

্রিন্ট

আরও সংবদ