খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

চিতলমারীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিতলমারী প্রতিনিধি |
১১:৫১ পি.এম | ২৫ মার্চ ২০২৫


জাতীয়তাবাদী যুবদল চিতলমারী উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার সরকারি সামছুন্নেছা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সাবেক নমিনী এড. প্রকৌশলী মাসুদ রানা। 
উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আসাদুজ্জামানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল­া, উপজেলা বিএনপি’র আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু ও যুগ্ম-আহবায়ক শরিফুল হাসান অপু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান, কৃষক দলের সভাপতি শহীদ শেখ, শ্রমিক দলের সভাপতি ইউসুফ আলী শেখ ও তাঁতীদলের সভাপতি মামুন তালুকদার। অনুষ্ঠানে দোয়া করেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান। ইফতার ও দোয়া মাহফিলে আট শতাধিক দলীয় নেতা-কর্মী ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

 

্রিন্ট

আরও সংবদ