খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ফকিরহাটে বিএনপি’র দোয়া

ফকিরহাট ও চুলকাঠি প্রতিনিধি |
১১:৫৭ পি.এম | ২৫ মার্চ ২০২৫


বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনা করে ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-০১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান। 
উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ শহীদুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক যথাক্রমে খাঁন লিয়াকাত আলী, এম এ আউয়াল, কবির আহম্মেদ, সদস্য মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুবদল নেতা মনিরুজ্জামান টুকু, ইউনিয়ন বিএনপি নেতা মলি­ক সাজ্জাদ হোসেন নান্নু, এস এম খলিলুর রহমান, শেখ মিরাজুল ইসলাম, সরদার বেলাল হোসেন ও মোঃ ফরহাদ হোসেন জুয়েল। দোয়া পরিচালনা করেন, মডেল মসজিদের খতিব মাহাম্মুদুল হাসান।

 

্রিন্ট

আরও সংবদ