খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

খুলনা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ২৬ মার্চ ২০২৫


খুলনা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন রেজিঃ (নং-৯৯২) এর বিশেষ সাধারণ সভা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর একটি অভিজাত হোটেলে সভার আয়োজন করা হয়।  
প্রধান অতিথি ছিলেন সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্যা ফরিদ আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শামীম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান বেলাল। এ সময় অন্যান্যের মধ্যে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির শেখ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহিদ শেখ, বাসুদেব, উত্তম দত্ত, অশোক পোদ্দার, দীপঙ্কর সরকার, পলাশ রায়, বিপুল মন্ডল, দীপঙ্কর সরকার, সিরাজুল ইসলাম, নিমাই বিশ্বাস, অর্জুন আরদ অনন্ত দত্ত, ফেরদৌস ইসলাম, মধুসূদন দত্ত, বরুন পাল, সোহেল পাঠান, মিঠুন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন। 
খুলনা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিশেষ সাধারণ সভায় সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের আহŸায়ক কমিটি গঠন করা হয়। এরা হলেন আহŸায়ক মোঃ আনোয়ার হোসেন, সদস্য-মোঃ মনির শেখ, সাহিদ শেখ, স্বপন বণিক, দিপু রায়। সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এরা হলেন প্রধান নির্বাচন কমিশন মোল­া ফরিদ আহম্মেদ, সহকারী নির্বাচন কমিশন  মোঃ শফিকুল ইসলাম শফি, নির্বাচন কমিশন মোঃ শামীম খান।

্রিন্ট

আরও সংবদ