খুলনা | শুক্রবার | ০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২

কোরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় : আবুল কালাম আজাদ

পাইকগাছা প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ২৬ মার্চ ২০২৫


মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাইকগাছার দেলুটি ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেলুটির হরিণখোলা জামে মসজিদ ঈদগাহ্ ময়দানে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন দীর্ঘ ১৫ বছর পর ফ্যাসিবাদ সরকারকে বিদায় দিয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। যখন ন্যায় বিচার, সুশাসন, বৈষম্য দূরীকরণে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তখনই একটি অপশক্তি নতুন রূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে। আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহিদরা আমাদের দেখিয়ে গেছে, জীবন দিয়ে হলেও এ দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর এটি কেবল কোরআনের আইন অনুযায়ী সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলুটি ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল সরদার। বিশেষ  অতিথি ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা সদস্য মাওলানা আমিনুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ রুহুল আমিন, সাবেক পৌর সভাপতি মোঃ তামিম রায়হান, দেলুটি ইউনিয়ন সভাপতি মোঃ মোস্তফা কামাল, মাওলানা নূর ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মুনসুর আলম, আঃ গনি, আঃ রশিদ বিশ্বাস প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
 

্রিন্ট

আরও সংবদ