খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

কুয়েতে দিনে ২৩১ ডিভোর্স, আইন সংস্কারে জোর

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ২৬ মার্চ ২০২৫


মাধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পুরোনো আইনি কাঠামোর অধীনে আরও বেশি পরিবার ভেঙে যাচ্ছে। তাই দেশটিতে পার্সনাল স্ট্যাটাস আইনের জরুরি সংস্কারের দাবি ক্রমশ বাড়ছে। কুয়েতে ডিভোর্সের হার নজিরবিহীন ভাবে বেড়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ৮৪ হাজার ৪৪২টি ডিভোর্স রেকর্ড করা হয়েছে। যা গড়ে প্রতিদিন ২৩১টি।
আইনজীবী ও মানবাধিকারকর্মীরা সতর্ক করে দিয়েছেন, যে বর্তমান ব্যবস্থা পরিবারগুলোকে ব্যর্থ করছে, সামাজিক বিভাজন আরও গভীর করছে এবং নারীর অধিকারকে ক্ষুণœ করছে।
আইনজীবীরা সরকারকে ভরণপোষণ ও শিশু পরিদর্শন সম্পর্কিত মূল বিধানগুলো সংশোধনে অগ্রাধিকার দেওয়ার আহŸান জানিয়েছে।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আদালত-তত্ত¡াবধানে পরিদর্শন ব্যবস্থা পুনর্বহাল করা ও রায় মেনে চলতে ব্যর্থ অভিভাবকদের জন্য কঠোর শাস্তি।
অন্যরা পুরুষ ও নারী উভয়ের জন্যই বিয়ের বৈধ বয়স বাড়িয়ে ১৮ বছর করার পক্ষে মত দিয়েছেন। তারা যুক্তি দিয়েছেন যে বাল্যবিবাহের কারণে শিক্ষা, স্বায়ত্তশাসন ও উপযুক্ত সঙ্গী নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হতে হয়।
আইনজীবী ফাওয়াজ আল শাল­াহি আইন আধুনিকীকরণের জন্য বিচার মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। তিনি একটি সংশোধিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা বিবাহবিচ্ছেদ পদ্ধতির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ও বিচ্ছেদের পরে শিশুদের জন্য সুরক্ষা জোরদার করে।
তিনি বলেন, এটি কেবল একটি আইনি সংস্কার নয় বরং এটি একটি সামাজিক প্রয়োজনীয়তা।
আল শাল­াহি প্রয়োগের ক্ষেত্রে বিশেষ করে শিশু পরিদর্শনের অধিকারের ক্ষেত্রে ফাঁকগুলো দূর করার প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন। নমনীয়তা গুরুত্বপূর্ণ, তবে প্রয়োগ অপরিহার্য। অর্থপূর্ণ শাস্তি ছাড়া, আইনটি অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও উলে­খ করেন তিনি। 
সূত্র: গাল্ফ নিউজ।

্রিন্ট

আরও সংবদ