খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

তামিমের সুস্থতা কামনায় খুলনায় নারী ক্রিকেটারদের দোয়া

নিজস্ব প্রতিবেদক |
০২:৪০ পি.এম | ২৬ মার্চ ২০২৫


বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায় খুলনায় নারী ক্রিকেটাররা দোয়া ও ইফতারের আয়োজন করেন।

মঙ্গলবার (২৫ মার্চ) খুলনা ওমেনস ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে নগরীর খালিশপুর মুজগুন্নী এলাকার একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন, রুমানা আহমেদ, নারী ক্রিকেটার আয়েশা রহমান শুকতারা, তাহিন তাহেরা শম্পা, ফাতেমা শরিফা, কিওরেটর নাজমূল ও কোচ ইমতিয়াজ হোসেন পিলু।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুইবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়।

্রিন্ট

আরও সংবদ