খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

এমন হার আগে কখনোই দেখেনি ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক |
০২:৫০ পি.এম | ২৬ মার্চ ২০২৫


আত্মবিশ্বাস ছিল চূড়ায়। মাঠের ট্যাকটিক্সে অনেকটা পিছিয়ে থাকলেও ব্রাজিলের শরীরি ভাষা বলে দিচ্ছিল, আর্জেন্টিনার বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল তারা। এস্তাদিও মনুমেন্তালে কথার লড়াইটা ভালোই জমিয়েছিল ব্রাজিল। কিন্তু ফুটবলের লড়াইয়ে ব্রাজিলকে নিয়ে বলতে গেলে ছেলেখেলাই করেছে আর্জেন্টিনা।

এস্তাদিও মনুমেন্তালে কনমেবল অঞ্চলের বাছাইপর্বের ১৪তম রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে এদিন স্কোরশিটে নাম তুলেছেন হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গুইলিয়ানো সিমিওনে।

আর্জেন্টিনা এদিন নেমেছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই একাদশ নিয়ে। পার্থক্য কেবল এক জায়গায়। লিওনেল মেসির বদলে এদিন মাঠে ছিলেন থিয়াগো আলমাদা। আর বিশ্বকাপ জেতা সেই একাদশ ব্রাজিলকে ডুবিয়েছে নতুন এক লজ্জায়।

নিজেদের ইতিহাসে এর আগে কখনোই বিশ্বকাপ বাছাইপর্বে ৪ গোল হজম করেনি ব্রাজিল। আর চিরপ্রতীদ্বন্দ্বী আর্জেন্টিনার মাঠে গিয়েই এমন লজ্জা পেতে হলো তাদের।

এছাড়া ২০১৪ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৪ গোলের বেশি হজম করলো ব্রাজিল। সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিল ৪ গোল খেয়েছিল জার্মানির বিপক্ষে ৭-১ গোলে হারের দিনে। আর আর্জেন্টিনার কাছে তারা সবশেষ ৪ গোল হজম করেছিল ২০১২ সালের এক ফ্রেন্ডলি ম্যাচে। সেবারে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে ৪-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এদিকে এস্তাদিও মনুমেন্তালে ৪-১ গোলে হারের ফলে আর্জেন্টিনার বিপক্ষে পরপর দুই ম্যাচে লজ্জার নজির গড়েছে সেলেসাওরা। ব্রাজিল ও আর্জেন্টিনার সবশেষ ম্যাচ হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। সেবারে নিকোলাস ওতামেন্ডির গোলে হেরে যায় তারা।

ব্রাজিল এর আগে কখনোই নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হারেনি। সেবারের ওই হারের পর এবার আর্জেন্টিনা তাদের দিলো সবচেয়ে বেশি গোল হজমের লজ্জা। 

্রিন্ট

আরও সংবদ