খুলনা | সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক |
০৩:২২ পি.এম | ২৮ মার্চ ২০২৫


তামিম ইকবাল হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে কবে বাসায় ফিরবেন আর কবেই বা মাঠে ফিরতে পারবেন তা এখন বড় প্রশ্ন। তবে সব কিছুই ভিতর স্বস্থির খবর তামিম আগের থেকে সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। যার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ ২৮ মার্চ (শুক্রবার) বাসায় ফিরেছেন তামিম ইকবাল।

আপাতত তার ঝুঁকি খুব একটা নেই। তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে, পাশাপাশি মেনে চলতে হবে চিকিৎসকের পরামর্শ। এছাড়া এখন মানসিকভাবে কিছুটা দুর্বল তামিম ইকবাল। তাই দ্বারস্থ হতে হচ্ছে মনোবিদের। হার্ট অ্যাটাকে মৃত্যুর কোল থেকে ফেরার পর ২৫ মার্চ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য তামিমকে সাভারের কেপিজে হাসপাতাল থেকে আনা হয় রাজধানীর পাঁচ তারকা বিশেষায়িত হাসপাতালে এভারকেয়ারে।

বৃহস্পতিবার রুটিন চেক-আপের পর সংবাদ সম্মেলনে ইতিবাচক খবর দেন চিকিৎসক আরিফ মাহমুদ। তামিমের শারীরিক ও মানসিক অবস্থার কথা জানান কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক প্রফেসর শাহাব উদ্দিন তালুকদার। তিনি বলেন, সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে তামিমকে। খেলার মাঠে ফিরতে সময় লাগবে তিন থেকে চার মাস।

কেপিজে হাসপাতালে তামিমের চিকিৎসা এবং পরিবারের তাৎক্ষণিক সিদ্ধান্তের প্রশংসা করে প্রফেসর শাহাব বলেন, তামিম ইকবাল ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট। তবে হার্ট অ্যাটাকের পর তাকে মেনে চলতে হবে আরো কঠোর রুটিন। এছাড়া তার শরীরে রক্তজমাট বাধার প্রবণতাও রয়েছে। এটা তার বাবা ও ভাই নাফিস ইকবালেরও।

এমন ধকলের পর তামিম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন খানিকটা। এতো কম বয়সে হার্ট অ্যাটাক মেনে নিতে পারছেন না কিছুতেই। তাই বারবার ডাক্তারদের সাথে বোর্ড মিটিংয়ে কথা বলেন খান সাহেব। মানসিকভাবে চ্যালেঞ্জ সামলাতে কাউন্সিলর নিয়োগ করেছেন চিকিৎসকরা।  

বৃহস্পতিবার সকালে রুটিন চেক-আপের অংশ হিসেবে ইকোকার্ডিওগ্রাফ ও অন্যান্য খুঁটিনাটি পরীক্ষা করানো হয় তামিমের। সেসব রিপোর্ট দেখে সবকিছু ভালো থাকার কথা বলেন প্রফেসর শাহাব উদ্দিন।

্রিন্ট

আরও সংবদ