খুলনা | সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১

সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় একজন নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৭ এ.এম | ২৯ মার্চ ২০২৫


সাতক্ষীরায় পরিবহনের ধাক্কায় মাহিন্দ্রা আরোহী এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই মাহিন্দ্রা অরোহী। শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত যতীন্দ্রনাথ মুখার্জি (৪০) আশাশুনি উপজেলার সাইহাটি গ্রামের মৃত ডাঃ শৈলেন্দ্রনাথ মুখার্জির ছেলে। মারাত্মক আহতরা হলেন নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি (৫৬) ও সুশান্ত বিশ্বাস (৩২)। থ্রি-হুইলার চালককেও আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়রা।
নিহতের বড় ভাই মহেন্দ্রনাথ মুখার্জি জানান, তারা দুই ভাই সকালে একটি মাহিন্দ্রা করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে দশটার দিকে শহরের অদূরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুত গতির গাড়ি পিছর দিক থেকে তাদের মাহিন্দ্রাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মাহিন্দ্রাটি উল্টে রাস্তার উপর পড়ে গেলে তিনি নিজে ও তার ভাই যতীন্দ্রনাথ মুখার্জিসহ কয়েকজন গুরুতর আহত হয়। দ্রুত তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মসজিদ ছোট ভাই যতীন্দ্রনাথ মুখার্জিকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

্রিন্ট

আরও সংবদ