খুলনা | সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১

জুমআতুল বিদায় বিশ্ব উম্মাহর শান্তি কামনায় বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বিশেষ দোয়া

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:১৮ এ.এম | ২৯ মার্চ ২০২৫


জুমআতুল বিদায় বাগেরহাটের বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে  বিশ্ব উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসলি­দের ঢল নামে এ ঐতিহাসিক স্থানে। পবিত্র রমজানের শেষ জুমায় ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোঃ নাসির উদ্দিন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
খুলনা থেকে আসা সুলতান শেখ নামের এক মুসলি­ বলেন, ষাট গম্বুজ মসজিদের নামাজের আধ্যাত্মিক পরিবেশ অন্যরকম। প্রতিবছর এখানে এসে নামাজ আদায় করার ইচ্ছে হলো। রফিকুল ইসলাম নামের এক মুসলি­  বলেন, “এখানে এসে নামাজ আদায় করাটা যেন এক অনন্য সৌভাগ্য। ঐতিহাসিক এ মসজিদে জুমাতুল বিদার নামাজ পড়তে পারলাম, আল­াহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাহাদাত হোসেন বলেন, “প্রতিবছর জুমাতুল বিদার দিনে এখানে আসার চেষ্টা করি। এই মসজিদের পরিবেশ, মুসলি­দের ভিড় আর মোনাজাতের সময়কার আবেগ সবকিছু হৃদয় ছুঁয়ে যায়”। 
বছরের পর বছর ধরে পবিত্র রমজানের শেষ শুক্রবার ষাট গম্বু মসজিদে বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয় জুমাতুল বিদা। দেশের অন্যতম প্রতœতাত্তি¡ক ও ধর্মীয় ঐতিহ্যের এ মসজিদে প্রতিবছর জুমাতুল বিদায় মুসলি­দের উপস্থিতি ক্রমেই বাড়ছে।

্রিন্ট

আরও সংবদ