খুলনা | সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১

বাইকে ঈদযাত্রা : ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত, হাসপাতালে বাবা

কুষ্টিয়া প্রতিনিধি |
১২:২০ এ.এম | ২৯ মার্চ ২০২৫


ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় কুষ্টিয়ার ত্রিমোহনী বাইপাসে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বাবা। শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার শহরের গোশালা এলাকার আব্দুল কাদেরের স্ত্রী ইতি খাতুন (৩০) এবং তাদের মেয়ে অহনা সিদ্দিকী (০৩)।
কুষ্টিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়দেব জানান, আব্দুল কাদের বগুড়ার একটি ফিড মিলে চাকুরি করেন। ঈদের ছুটিতে বগুড়া থেকে মোটরসাইকেলে স্ত্রী-মেয়েকে নিয়ে কুষ্টিয়া ফিরছিলেন তিনি। সকালে বাইপাস মুখে গোল চত্বরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন আব্দুল কাদের। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে।  

্রিন্ট

আরও সংবদ