খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

জলমায় ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে জেলা আহবায়ক মন্টু

ঐক্যবদ্ধ বিএনপি’র পক্ষে সম্ভব জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারীদের রুখে দেয়া

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৪ এ.এম | ২৯ মার্চ ২০২৫


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, যুগে-যুগে আমাদের এ ভূ-খন্ডে ষড়যন্ত্রকারী আর আধিপত্যবাদীদের লোলুপ দৃষ্টি পড়ে ছিল। আমরা ভেবে ছিলাম ৫ আগস্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক আকাশের ঈশান কোণে কালো মেঘ জমতে শুরু করেছে। ষড়যন্ত্রকারীরা সফল হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভু-লন্ঠিত হতে পারে। গণতন্ত্র নির্বাসনে যাবে। এ সময়ে সবচেয়ে জরুরি দলের অভ্যন্তরীণ ঐক্য। আর ঐক্যবদ্ধ বিএনপি’র পক্ষে সম্ভব জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারীদের রুখে দেয়া।
গতকাল শুক্রবার সকালে বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অধিবেশন উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন পর্বে সভাপতিত্ব করেন জলমা ইউনিয়ন বিএনপি নেতা নুরুল মুমিন লিটন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ওয়ার্ড পর্যায়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সংস্কৃতি বিএনপি’র নিজস্ব স্বত্তা; ঠিক এমনিভাবে জনগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই বিএনপি’র লক্ষ্য। গত ১৭ বছর আন্দোলনরত সংগ্রামী বিএনপি নেতাকর্মীরা রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ঘরে ফিরবো। তাই ব্যক্তিগত আনুগত্য নয় বিএনপি’র অনুগত আদর্শিক কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগনের সরকার প্রতিষ্ঠার লড়াই বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের পবিত্র দায়িত্ব। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক কর্মীর মূল্যায়ন হবে; আর অনৈক্য সৃষ্টির কারণে জনসমর্থন হারালে সর্বোচ্চ পদ-পদবী পেলেও কোনো লাভ নেই। তাই ঐক্যবদ্ধভাবে দেশ ও বিএনপি বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেবার উদাত্ত আহŸান জানিয়েছেন বিএনপি নেতা মন্টু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম ও জি এম কামরুজ্জামান টুকু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য মোঃ সুলতান মাহমুদ বটিয়াঘাটা উপজেলা, জলমা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
৭নং ওয়ার্ডে সভাপতি পদে অশোক মন্ডল, সাধারণ সম্পাদক পদে রবিউল হাওলাদার (বিনা প্রতিদ্ব›িদ্বতা) সাংগঠনিক সম্পাদক পদে উজ্জল মন্ডল নির্বাচিত হয়েছেন। আর ৮নং ওয়ার্ডের সভাপতি পদে শফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক পদে হাসান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক পদে বাদশা সানা (বিনা প্রতিদ্ব›িদ্বতা) নির্বাচিত হন। অন্যদিকে, ৯নং ওয়ার্ডে সভাপতি পদে বাবুল খা, সাধারণ সম্পাদক পদে পান্না মিয়া ও সাংগঠনিক সম্পাদক পদে মাঈনুল ইসলাম কাউন্সিলরদের গোপন ব্যালেটের ভোটে বিজয় লাভ করেছেন।

্রিন্ট

আরও সংবদ