খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

পাটকেলঘাটায় ধাওয়া খেয়ে পিকআপ রেখে পালিয়েছে তেল চোরচক্র

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:২৯ পি.এম | ২৯ মার্চ ২০২৫


পাটকেলঘাটা বলফিল্ড ট্রাক স্ট্যান্ডে শনিবার ভোরে একটি ট্রাক থেকে তেল চুরি করার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়েছে চোরের দল। 
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক থেকে তেল চুরি সিন্ডিকেট ভোর ৫টার দিকে বলফিল্ড ট্রাক স্ট্যান্ডে পার্কিং করা একটি ট্রাক থেকে পিকাপ এনে মটর লাগিয়ে তেল চুরি করছিলো। ঐ সময় কয়েকজন মুসলি­ ফজরের নামাজ আদায় করে ফিরছিলো বাড়ি। তাদের গতি বিধি দেখে মুসলি­দের সন্দেহ হলে ধাওয়া করে। ঐ সময় চোরেরা পিকাপ নিয়ে পালাতে গিয়ে ঢাকা পরিবহনের সাথে ধাক্কা খেয়ে পিক-আপটির সামনে দুমড়ে মুচড়ে যায়। বেগতিক দেখে পিকআপকে রেখে চোরের দল পালিয়ে যায়। এলাকাবাসীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ পিকআপটি জব্দ করে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ময়নুদ্দীন বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি পিকআপ পাওয়া গেছে, সেটা আমি সাতক্ষীরা কোর্টে চালান করে দিয়েছি। 

্রিন্ট

আরও সংবদ