খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩২ পি.এম | ২৯ মার্চ ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল করেছে চকবারা মিনহা ফাউন্ডেশন। শনিবার উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে শুরু হওয়া এ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল। 
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের পরিচালক জি এম আঃ মান্নান, সভাপতি মোস্তফা হুমায়ুন কবির সুজা, সেক্রেটারি শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনহা ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আবুল কাশেম ও মোঃ সিদ্দিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু মুসা, হাফেজ মোঃ ইমদাদুল হোসেন, মোঃ আঃ বারীক শেখ, মোঃ কামাল হোসেনসহ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।  
বক্তারা তাদের বক্তব্যে মিনহা ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সমাজ কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন। তারা জানান মিনহা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উপকূলীয় অঞ্চলে সহীহ কুরআন শিক্ষা, হিফজখানা স্থাপন, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, দুর্যোগকালীন সহযোগিতা, সুপেয় পানির প্লান্ট স্থাপন, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এস এম মাহফুজুর রহমান যিনি বর্তমানে লন্ডন প্রবাসী। তাঁর পক্ষ থেকে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার আয়োজন করা হয়েছে। এসময় সাংবাদিকদের হাতে উপহার হিসেবে টুপি ও আতর তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

্রিন্ট

আরও সংবদ