খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

রূপসার তালতলায় ৫ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু ৫ এপ্রিল

রূপসা প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ২৯ মার্চ ২০২৫


প্রতিবছরের ন্যায় এবারও রূপসা উপজেলার ঐতিহ্যবাহী তালতলা সার্বজনীন পূজা মন্দিরে আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম দিন শনিবার বিকালে শ্রীশ্রী ভাগবত পাঠ করবেন ভাগবত পন্ডিত  শ্রীমান ভগবান দাস (রামরসা, যশোর)। ৬ এপ্রিল বিকালে পদাবলী সংকীর্তন পরিবেশন করবেন গোপালগঞ্জের মনোহর পাগল স¤প্রদায়। ৮, ৯ ও ১০ এপ্রিল থেকে শুরু হবে মহানাম যজ্ঞানুষ্ঠান। যজ্ঞানুষ্ঠানে নামামৃত পরিবেশন করবেন রাজবাড়ী জেলার  চন্দ্রাবলী স¤প্রদায়, সাতক্ষীরার শ্রী শ্রী ঠাকুর গোপাল স¤প্রদায় ও জয় গোবিন্দ স¤প্রদায়, খুলনার নব রাজল²ী স¤প্রদায়, পিরোজপুরের রাই যশরাজ স¤প্রদায় এবং যশোরের যুগল কিশোর স¤প্রদায়। অনুষ্ঠান সুসম্পন্ন করতে ইতিমধ্যে উক্ত গ্রামে আনন্দঘন ও পরিবেশ এবং সাজ সাজ রব বিরাজ করছে। মন্দির কমিটির সভাপতি ইউপি সদস্য রঞ্জু হালদার জানান ৫ দিনব্যাপী এ অনুষ্ঠানে পার্শ্ববর্তী এলাকাসহ দূর-দুরান্তের ভক্তবৃন্দের সমাগম ঘটে। এ কারণে দূর-দুরান্তের ভক্তবৃন্দের জন্য থাকার ব্যবস্থা, প্রসাদ বিতরণের ব্যবস্থা এবং শৌচাগার নির্মাণসহ অতিথিদের জন্য আপ্যায়ন উপকমিটি গঠন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করবেন বলে ইতিমধ্যে আমরা প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়েছি। ৫ দিনব্যাপী এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করছেন উক্ত গ্রামের কৃতি সন্তান সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল।

্রিন্ট

আরও সংবদ