খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

আশাশুনির শোভনালীতে জামায়াতের ইফতার মাহফিল

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৭ পি.এম | ২৯ মার্চ ২০২৫


আশাশুনি উপজেলার শোভনালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সরাফপুর জামে মসজিদে এ ইফতারের আয়োজন করা হয়। সরাফপুর আল-হেরা পাঠাগারের সার্বিক সহযোগীতায় ৩ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী হাফেজ মুহাদ্দিস মাওঃ রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ- সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মোর্তাজা, সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম। এসময় মাস্টার গোলাম কিবরিয়া, সমাজ সেবক কবির হোসেন, ওলামা বিভাগের সভাপতি মাওঃ হাসিব আহম্মেদ, ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, সেক্রেটারী গোলাম রসুল, ডাঃ আজহারুল ইসলাম, মসজিদের ইমাম মাওঃ ইব্রাহিম খলিল, আঃ সালাম, হাফেজ বুলবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ