খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৩৭ পি.এম | ২৯ মার্চ ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। শুইলপুর সীমান্তে ইছামতী নদীর তীরে উন্মুক্ত পরিবেশে রিপোর্টার্স ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী প্রমুখ। রিপোর্টার্স ক্লাবের সদস্য ও ইফতার আয়োজন কমিটির আহবায়ক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে রফিকুল ইসলাম, শের আলী, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, মোখলেসুর রহমান মুকুল, আব্দুস সালাম, তরিকুল ইসলাম লাভলু, মীম ইসলাম, আবুল কালাম, ইব্রাহিম হোসেনসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ জামাল উদ্দীন।

্রিন্ট

আরও সংবদ