খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

বাগেরহাটের কচুয়ায় ১০ টাকায় ঈদ সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৩৭ পি.এম | ২৯ মার্চ ২০২৫


বাগেরহাটের কচুয়ায় ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দিয়েছে ‘চলো পাল্টাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার  সকালে উপজেলার গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ বাজার থেকে ১০ টাকায় ঈদের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রির ব্যবস্থা করে সংগঠনটি। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে ঈদ করার মত যাদের সামর্থ্য নেই তারা নামমাত্র মূল্যে ঈদ সামগ্রী পেয়ে খুশি। প্রতি প্যাকেট ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্ছা সেমাই, তেল, গুড়া দুধ, চিনি, পোলাও চাল, পেঁয়াজ ও নুডুলস। 
উদ্যোক্তা এনামুল হক শিমুল জানান, আমরা সংগঠনের পক্ষ থেকে ৫২০টি পরিবারের মাঝে ১০ টাকায় ঈদ বাজার বিক্রি করছি। আমরা এই ঈদ উপহার প্যাকেটে ৮ টি পণ্য দিয়েছি। যা ঈদের সময় দরকার হয় প্রতি পরিবারের। যে সমস্ত পরিবারের এই পণ্যগুলো বাজার মূল্যে কিনতে কষ্ট হয় তাদের দেওয়া হয়েছে। আগামীতে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ১০ টাকার বাজার ব্যবস্থা করা হবে। 
উপজেলার নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, কচুয়া উপজেলায় এই চলো পাল্টাই সংগঠন বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। আমরা চাই আরো এরকম সামাজিক সংগঠন ভালো কাজে এগিয়ে আসুক। উপজেলা প্রশাসন সব সময় ভালো কাজের সাথে আছে।

 

্রিন্ট

আরও সংবদ