খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ও অষ্ট্রেলিয়ায় ঈদ কাল

খবর ডেস্ক |
০১:৫৫ এ.এম | ৩০ মার্চ ২০২৫


ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অষ্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই চারটি দেশেই আগামীকাল সোমবার উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। শনিবার খালিজ টাইমস এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ায় শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। দেশটিতে আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদ্যাপিত হবে বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে মালয়েশিয়াও আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দিয়েছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) দেশটিতে ঈদ উদ্যাপন করা হবে। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। আগামীকাল রোববার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।
এছাড়াও ভারত ও পাকিস্তানে ৩১ মার্চ ঈদুল ফিতর উদ্যাপন করা হবে। আগামীকাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে দক্ষিণ এশিয়ার এই দেশ দু’টিতে। তবে শনিবার ২৮ রমজান পালন হচ্ছে বাংলাদেশের এই প্রতিবেশী রাষ্ট্রে।
অস্ট্রেলিয়ায় ঈদ সোমবার : সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। দেশটিতে আগামীকাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।  দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। 
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা। 
ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।
অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।  

্রিন্ট

আরও সংবদ