খুলনা | বুধবার | ০২ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৬ মাওবাদী নিহত

খবর প্রতিবেদন |
০১:৫৯ এ.এম | ৩০ মার্চ ২০২৫


ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকমা-দান্তেওয়াড়ার উপমপলি­ কেরলাপাল এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ১৬ জন মাওবাদী নিহত হয়েছে। আহত হয়েছেন দুই জওয়ান। বস্তারের আইজি সুন্দররাজ পি-এর বরাত দিয়ে শনিবার সকালে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কেরলাপাল থানার আওতাধীন একটি জঙ্গলে শুক্রবার  রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাওবাদীদের খোঁজ তল­াশি অভিযান শুরু হয়। শনিবার ভোরে গুলিবর্ষণ শুরু হয়। এই অভিযান এখনও চলছে। এই অভিযানে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্যরা অংশ নেয়।
পুলিশ জানিয়েছে,সংঘর্ষস্থল থেকে এখন পর্যন্ত ষোলটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নকশাল মুক্ত ভারতের স্বপ্ন পূরণ করতে নিয়মিত মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। এ বছরের ফেব্র“য়ারির শুরুতে, ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে বন্দুকযুদ্ধে একত্রিশ জন মাওবাদী এবং দুইজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিল। এটি ছিল এ বছর বাম চরমপন্থীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান। এদিন পর্যন্ত ২০২৫ সালে মাওবাদী নিহতের সংখ্যা গিয়ে পৌঁছেছে ৮১ জনে।

্রিন্ট

আরও সংবদ