খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

তাঁতীদল ও সিটি কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল

জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে পরিপূর্ণ সংস্কার করতে : এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০২:২৭ এ.এম | ৩০ মার্চ ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করতে। ড. ইউনূসকে দেশের মানুষ সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দেয়ার জন্য। সমস্ত সংগ্রাম হয়েছে নির্বাচনের জন্য, তাইতো বিএনপি নির্বাচনের কথাই বলে। তবে অনির্দিষ্টকালের জন্য এই সরকার ক্ষমতায় বসে থাকবে, জনপ্রতিনিধিত্বে কেউ থাকবে না এমনটা মেনে নেওয়া যাবে না।
গতকাল শনিবার দলীয় কার্যালয়ে তাঁতীদলের উদ্যোগে ও সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র চলমান রেখেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোন স্বৈরাচার বা স্বৈরাচারের দোসররা কোন ষড়যন্ত্র করতে পারবে না। এসব কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
তাঁতীদল : শনিবার বিকেল ৪টায় মহানগর তাঁতী দলের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান মোহাম্মদ আবু সাঈদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সদর থানার বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর, মোল­া ফরিদ আহমেদ, মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, মোঃ মুজিবুর রহমান, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, নুরুল ইসলাম, আলতাফ খান, এড. মোঃ আসলাম হোসেন, নুরুল আমিন নান্নু, মোঃ আলমগীর হোসেন রাজা, ডাঃ হালিম মোড়ল, হুমায়ুন কবীর, দেলোয়ার মাতুব্বর, শেখ হাবিবুর রহমান, রবিউল ইসলাম রবি, আলিমুজ্জামান রানা, মোঃ হাবিবুর রহমান, মোস্তাফিজুল রহমান বাচ্চু, বেল­াহ হোসেন, আক্তার হোসেন সুজা, আল-আমিন, সরওয়ার হোসেন, ওয়াসিম রোজা, মোস্তফা শেখ, শেখ আলী আকবর, আরমান শেখ, শাহা আলম, মসিউর রহমান মশু, নাজমুল হোসাইন, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ও মোঃ সাজু হোসেন প্রমুখ।
সিটি কলেজ ছাত্রদল : সরকারি মজিদ মোমোরিয়াল সিটি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কলেজের সাবেক ভিপি চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক ছাত্রদল নেতা এবাদুল হক রুবায়েত, আসাদুজ্জামান আসাদ, মঈন জমাদ্দার, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, অজিজা খানম এলিজা, আব্দুল আজিজ, মশিউর রহমান যাদু, মিজানুর রহমান মিলটন, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মিজানুর রশিদ, আব্দুল­াহেল কাফি সখা, আলমগীর হোসেন লালন, শাহিন মলি­ক রাজু প্রমুখ। সভাপতিত্ব করেন সিটি কলেজ ছাত্রদলের আহŸায়ক রাজু আহমেদ, পরিচালনা করেন আরিফ মোল­া তুর্য।
ঈদ উপহার সামগ্রী বিতরণ: নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পক্ষে শনিবার বেলা ২টায় লায়ন্স স্কুল মিলনায়তনে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি। এ সময় উপস্থিত ছিলেন চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম শাহিন, জাকির ইকবাল বাপ্পি, মিজানুর রহমান মিলটন ও শরিফুল ইসলাম টিপু। স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল ফরাজীর সৌজন্যে অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

্রিন্ট

আরও সংবদ