খুলনা | বৃহস্পতিবার | ০৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত বেড়ে ১০

খবর প্রতিবেদন |
১১:৩২ এ.এম | ০২ এপ্রিল ২০২৫


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দুজনের অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়।

কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজন মারা যান চট্টগ্রামের পদুয়া হাসপাতালে। বাকি দুজনের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক।

এর আগে, বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানিয়েছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে। এরপর চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি চালক। এমন সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন আরও পাঁচজন।

এদিকে, দুর্ঘটনার পর লোহাগাড়া ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে, দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে একই জায়গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারান।

্রিন্ট

আরও সংবদ