খুলনা | বৃহস্পতিবার | ০৩ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির পূর্বাভাস

খবর প্রতিবেদন |
১২:২৬ পি.এম | ০২ এপ্রিল ২০২৫


মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে— আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আজ বুধবার (০২ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তরপূর্বাঞ্চলের কিছু অংশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

এছাড়া, শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় আবারও দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার (৬ এপ্রিল) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের শেষ দিকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ