খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

মুন্সী আব্দুল হালিমের বাসভবনে মিয়া গোলাম পরওয়ার

ফুলতলা প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


পবিত্র ঈদ-উল-ফিতরের দিন সকাল ১০টায় খুলনা বিএল কলেজের সাবেক জি এস শহিদ মুন্সী আব্দুল হালিমের বাসভবনে উপস্থিত হন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও শহিদ হালিমের কবর জিয়ারত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম, মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, মহানগর সেক্রেটারী রাকিব হাসান, খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির, জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম মোস্তফা আল মুজাহিদ, শহীদ হালিমের ছোট ভাই সাবেক ছাত্র নেতা মুন্সী আব্দুল হাফিজ কচি, খানজাহান আলী থানা জামায়তের আমীর হাসান মাহমুদ টিটো, সেক্রেটারী গাজী মোরশেদ মামুন, শিবিরের খুলনা মহানগর অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বিএম সম্পাদক আসিফ বিল­াহ, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক, গোলাম মুইজ্জু, খাইরুল বাশার, বি এল কলেজ সভাপতি হযরত আলী, সেক্রেটারি হোসাইন শেখ প্রমুখ। মিয়া গোলাম পরওয়ার উপস্থিত সকলকে শহিদ মুন্সী আব্দুল হালিমের আত্মত্যাগ ও কুরবানীকে ইসলামী আন্দোলনের প্রেরণা হিসেবে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।
 

্রিন্ট

আরও সংবদ