খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা মিয়ানমারের জান্তা সরকারের

খবর প্রতিবেদন |
১২:৫৯ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


ভয়াবহ ভূমিকম্পে বিশ্বস্ত মিয়ানমারে ত্রাণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ক্ষমতাসীন সেনাবাহিনী সাময়িক সময়ের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত দেশটির বড় একটি বিদ্রোহী জোটের পক্ষ থেকে এক মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করার পর এমন ঘোষণা দিল জান্তা সরকার।

আজ বুধবার (০২ এপ্রিল) সাময়িক ২২ এপ্রিল পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় মিয়ানমার সরকার। খবর বার্তা সংস্থা এপির।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের ঘোষণাটি প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত চলবে এবং গেল শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।

আন্তর্জাতিক ত্রাণ তৎপরতার পথ সুগম করতে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত দেশটির বড় একটি বিদ্রোহী জোট গতকাল এক মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মির সমন্বয়ে গঠিত থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স মঙ্গলবার এ ঘোষণা দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এক যৌথ বিবৃতিতে এই বিদ্রোহীরা বলেছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে তারা আগামী এক মাস কোনো আক্রমণে যাবে না, কেবল আক্রান্ত হলেই আত্মরক্ষার্থে লড়াই করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের কাছে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা যত দ্রুত সম্ভব, যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে বলে দৃঢ়ভাবে আশা করছি আমরা।’

্রিন্ট

আরও সংবদ