খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

দাকোপে সংরক্ষিত আসনের নারী সদস্যের পুত্র প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত

দাকোপ প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


খুলনার দাকোপের বাজুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য রুমা মন্ডলের একমাত্র পুত্র প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ মোজাফ্ফর হোসেন শেখ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক দিপক কুমার সরদার এবং বাজুয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম খান। তারা আহতের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মহাসিন নামে একজনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া ৬ জনের নাম উলে­খ করে দাকোপ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ