খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

আশাশুনিতে ঈদের রাতে মদপানে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ জনের মৃত্যু, অসুস্থ ৯

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও আশাশুনি প্রতিনিধি |
০২:০৬ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


আশাশুনিতে ঈদের রাতে মদ্যপান করে স্বেচ্ছাসেবক দল নেতাসহ ২ জনের করুন মৃত্যু হয়েছে। মৃতরা হলেন কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের জাফর আলী খাঁর ছেলে জাকির হোসেন টিটু ও সোহরাব গাহীর ছেলে নাজমুল গাজী। অসুস্থ অবস্থায় আরও ৯ যুবককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ফারুক ও ইমরান নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, ঈদের দিন সন্ধ্যায় তেঁতুলিয়া শ্মশান ঘাটের কাছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক জাকির হোসেন টিটু ও নাজমুল গাজীসহ ১১ বন্ধু মদপানে জড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে মারাত্মক অসুস্থতা বোধ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টার দিকে জাকির হোসেন টিটু ও নাজমুল গাজী মৃত্যুর কোলে ঢলে পড়েন। অন্যদেরকে অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। হাসপাতালে ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের সাইদ সরদারের ছেলে ফারুক হোসেন, মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান, মিত্র তেঁতুলিয়ার মর্জিনা খাতুনের ছেলে ইকবাল, কামরুলের ছেলে লিপ্টন, আজিবার সরদারের ছেলে রবিউল, শহীদ গাজীর ছেলে তুহিন, আনিছের ছেলে নাজমুলসহ ৯ জন চিকিৎসাধীন আছে। 
শাহনগর গ্রামের জাফর খাঁ’র ছেলে ডাক্তার জাহাঙ্গীর হোসেন টুকু জানান, সোমবার সন্ধ্যার পর তার ভাই কাদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন টিটু, মোকামখালি গ্রামের কুদ্দুস গাজীর ছেলে কাদাকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, তেঁতুলিয়া গ্রামের নাজমুল হোসেনসহ ১১ জন বিএনপি নেতা-কর্মী ও সমর্থক ঈদের আনন্দ করতে মোকামখালি স্লুইস গেটের পাশে শ্মশানঘাট এলাকায় যেয়ে মদ জাতীয় কোমল পানীয় পান করে। কিছুক্ষণ পর তারা সকলে অসুস্থ হয়ে পড়লে স্বজনদের পক্ষ থেকে নিজ বাড়িতে বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভাই জাকির হোসেনকে বাড়িতে রেখেই চিকিৎসা দেই আমি নিজে। অবস্থার অবনতি হওয়ায় জাকির হোসেন টিটুকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আশাশুনির মানিকখালি ব্রিজের পাশে মারা যায়। একই ভাবে অবস্থার অবনতি হওয়ায় নাজমুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর তিনটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পরপরই নাজমুলের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ইমরান হোসেন, ফারুক হোসেন, মারুফ হোসেন, ইমরান ও হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন জানান, এ ঘটনায় টিটু ও নাজমুল নামের ২ জনের মৃত্যুর খবর পেয়ে একজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে।
 

্রিন্ট

আরও সংবদ