খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

গাজীরহাটে পলাতক ইউপি চেয়ারম্যান ঠান্ডু মোল্লার বাড়ি দুর্বৃত্তদের ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |
০২:১২ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডুর বাগমারা গ্রামের বসতবাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার বসত ঘরের দেয়াল ভাঙচুর করে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ৫ আগস্টের পর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গাজীরহাট ইউনিয়নের একচ্ছত্র অধিপতি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ঠান্ডু মোল্লা ও তার ভাই যুবলীগ নেতা হামিম মোল্লা পলাতক রয়েছে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচএম শাহীন সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের পলাতক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডুর বাড়ি ভাঙচুর করে বলে আমরা খবর পেয়েছি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
 

্রিন্ট

আরও সংবদ